হঠাৎ মাঝ আকাশে উড়োজাহাজে তীব্র ঝাঁকুনির ঘটনায় আহত যাত্রীদের ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছে সিঙ্গাপুর এয়ারলাইনস।
আজ মঙ্গলবার (১১ জুন) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দেয় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।
২০ মে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে এ ঘটনা ঘটে।
সিঙ্গাপুর এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে, সেদিনের ঘটনায় সামান্য আহত যাত্রীদের প্রত্যেককে ১০ হাজার মার্কিন ডলার করে দেওয়া হবে। যেসব যাত্রীর আঘাত ছিল গুরুতর, তাৎক্ষণিক প্রয়োজন বিবেচনায় তাদের অগ্রিম ২৫ হাজার ডলার করে দেওয়া হচ্ছে। এ ছাড়া আরও ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা করা হবে।
উল্লেখ্য, মিয়ানমারের আকাশসীমায় থাকাকালে বোয়িং ৭৭৭-৩০০ইআর উড়োজাহাজটিতে (এসকিউ৩২১) তীব্র ঝাঁকুনি শুরু হয়। পরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে উড়োজাহাজ জরুরি অবতরণ করেন পাইলটরা। এ ঘটনায় ৭৩ বছর বয়সী এক ব্রিটিশ যাত্রীর মৃত্যু হয়। ব্যাংককের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় শতাধিক যাত্রীকে।