আবারও তীব্র তাপপ্রবাহের মুখে পড়তে যাচ্ছে ভারতের রাজধানী দিল্লি। সেখানে তাপমাত্রা আবারও উঠতে পারে ৪৭ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় আবহাওয়া অফিস থেকে এমনই পূর্বাভাস দেওয়া হচ্ছে।
সোমবার (১০ জুন) দিল্লিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। টানা দু’দিন সেখানে দিনের তাপমাত্রা এর আশপাশে ছিল। শহরের কোথাও কোথাও তাপমাত্রা ৪৬ ডিগ্রি পর্যন্তও উঠেছিল।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হচ্ছে— শুক্রবার (১৪ জুন) পর্যন্ত তাপপ্রবাহ চলতে পারে দিল্লিতে। বৃহস্পতিবার (১৩ জুন) পর্যন্ত গরমের কারণে সেখানে কমলা সতর্কতা জারি করা হয়েছে।