ঢাকা | বঙ্গাব্দ

শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম

‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ নামে পরিচিত এই এক্সপ্রেসওয়ে আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে।
  • নিজস্ব প্রতিবেদক | ০৩ জানুয়ারি, ২০২৫
শহীদ ওয়াসিমের নামে চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামে প্রথম শহীদ ওয়াসিম আকরাম।

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ওয়াসিম আকরামের নামে নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ের নামকরণ করা হয়েছে। ‘শহীদ ওয়াসিম আকরাম উড়াল সড়ক’ নামে পরিচিত এই এক্সপ্রেসওয়ে আজ শুক্রবার থেকে আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত হবে। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী এই নামকরণ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) নিশ্চিত করেছে।


এর আগে, লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত বিস্তৃত এই এক্সপ্রেসওয়ের নাম ছিল প্রয়াত মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নামে। ২০২৩ সালের ১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক্সপ্রেসওয়েটি উদ্বোধন করেছিলেন। তবে নতুন করে এর নাম পরিবর্তন করে শহীদ ওয়াসিম আকরামের নামে উৎসর্গ করা হলো।


চট্টগ্রাম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ওয়াসিম আকরাম ২০২৪ সালের ১৬ জুলাই মুরাদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিতে গিয়ে নিহত হন। তিনি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর স্মরণে এর আগে আমবাগান এলাকার শেখ রাসেল পার্কের নামও পরিবর্তন করে ‘শহীদ ওয়াসিম আকরাম পার্ক’ রাখা হয়।


thebgbd.com/NIT