ঢাকা | বঙ্গাব্দ

চাক্তাই খালে নিখোঁজ দুই শিশু, একজনের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের চাক্তাই খালে সাঁতারে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
  • | ১২ জুন, ২০২৪
চাক্তাই খালে নিখোঁজ দুই শিশু, একজনের মরদেহ উদ্ধার চাক্তাই খালে সাঁতারে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে

চট্টগ্রামের চাক্তাই খালে সাঁতারে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে শিশুটির পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। এদিকে, অপর শিশুকে খোঁজে এখনও চলছে উদ্ধার অভিযান। 


আজ বুধবার (১২ জুন) ভোর ৬টার দিকে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।


এর আগে, গতকাল মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে ওই দুই শিশু খালে সাঁতারে নামে। পরে তারা নিখোঁজ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, হঠাৎ করেই জোয়ারের টানে তলিয়ে যায় দুই শিশু। পরে বিষয়টি জানার পর গতকাল তিন ঘণ্টা উদ্ধারকাজ চালানোর পর তা বন্ধ রাখা হয়। এরপর আজ বুধবার ভোর থেকে ফের উদ্ধার কাজ শুরু হয়।


বাকলিয়া থানার উপ-পরিদর্শক মোহাম্মদ জিয়া এ বিষয়ে জানান, ধারণা করা হচ্ছে নিখোঁজ শিশু দুটি পথশিশু ছিল। তবে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।