প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সুপার এইটের সমীকরণ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল বাংলাদেশের জন্য। তবে, দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পরাজয়ের পর আবারও দুশ্চিন্তা বেড়েছে টাইগারদের। শেষ আটে যেতে বাকি দুই ম্যাচে চোখ শান্তদের। টি-টুয়েন্টি বিশ্বআসরে সুপার এইটের দুয়ার খোলার পথে টাইগারদের সমীরণ এখন কেমন, চোখ বুলিয়ে নেয়া যাক।
তিন ম্যাচের সবকটিতে জিতে ৬ পয়েন্ট নিয়ে ডি-গ্রুপ থেকে সবার আগে সুপার এইটে উঠে গেছে সাউথ আফ্রিকা। দুই খেলায় দুই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে বাংলাদেশ। সমান খেলায় ডাচরা দুই পয়েন্টে থাকলেও রানরেটে পিছিয়ে তিনে অবস্থান করছে। নেপাল দুই ও শ্রীলঙ্কা তিন ম্যাচে এক পয়েন্ট করে নিয়ে রানরেটের পার্থক্যে যথাক্রমে চতুর্থ ও পঞ্চম স্থানে আছে।
বাংলাদেশের পরের দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে। সমীকরণ অনুযায়ী, নিজেদের পরবর্তী দুই ম্যাচে জিতলে সরাসরি শেষ আট নিশ্চিত হবে বাংলাদেশের। আর যদি নেদারল্যান্ডসের কাছে হেরে যায় বাংলাদেশ, তাহলে পড়তে হবে বিপাকে। সেক্ষেত্রে শ্রীলঙ্কার কাছে ডাচদের হারতে হবে আর নেপালকে বাংলাদেশের হারাতে হবে বড় ব্যবধানে। তবে, শেষ ম্যাচ পর্যন্ত অপেক্ষা না করেই আগেই শেষ আট নিশ্চিত করতে মরিয়া শান্ত-সাকিবরা।
অন্যদিকে, ডাচদের সুপার এইটে যাওয়ার জন্য সহজ রাস্তা হল বাংলাদেশ ও শ্রীলঙ্কা উভয় দলকেই হারানো। আর বাংলাদেশের বিপক্ষে হেরে গেলে শ্রীলঙ্কাকে হারাতে হবে বড় ব্যবধানে। পাশাপাশি প্রার্থনা করতে হবে নেপালের কাছে যেন হেরে যায় বাংলাদেশ। তখন নেট রানরেনে এগিয়ে থাকলে সুপার এইটে যাবে ডাচরা।