ঢাকা | বঙ্গাব্দ

ঈদের দিন চলবে না মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৭ জুন (সোমবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে।
  • | ১৩ জুন, ২০২৪
ঈদের দিন চলবে না মেট্রোরেল ঈদের দিন চলবে না মেট্রোরেল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে আগামী ১৭ জুন (সোমবার) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। একই সঙ্গে আগামী ১৬ জুন থেকে শনিবার ব্যতীত সব সরকারি ছুটির দিনে মেট্রোরেল চলাচলে নতুন সময় নির্ধারণ করা হয়েছে।


আজ বৃহস্পতিবার (১৩ জুন) বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানিয়েছেন।  


নতুন সময়সূচি অনুযায়ী, উত্তরা থেকে সকাল ৭টা ১০, ৭টা ৩১, ১১টা ৩৭, দুপুর ২টা ২৫ এবং রাত ৮টা ৩৩ মিনিটে মেট্রো ছেড়ে আসবে। আর মতিঝিল থেকে সকাল ৭টা ৩০, ৮টা ০১, দুপুর ১২টা ০৯, বিকেল ৩টা ৫ এবং ৯টা ১৩ মিনিটে ছেড়ে আসবে।


এদিকে, কোরবানির ঈদে মেট্রোরেল কোরবানির পশুর চামড়া, রান্না কিংবা কাচা মাংস বহনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 


এছাড়া ডিএমটিসিএলের এমডি জানান, মেট্রোরেলের ২৩০০ ধারণ ক্ষমতার মধ্যে প্রতি ট্রিপে ১৬৭৫ থেকে ১৭০০ যাত্রী বহন করছে। বর্তমানে প্রতিদিন ৩ লাখ ২৫ হাজার যাত্রী বহন করছে মেট্রোরেল।