রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধে দুই ভারতীয়ের মৃত্যুর পর, মস্কোর প্রতি কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি। কোনও ভাবেই যাতে ভারতীয়দের সে দেশের সেনায় নিয়োগ না করা হয়, সে বিষয়ে রাশিয়ার উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে রাশিয়ার সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় রয়েছেন, তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে দিতে বলা হয়েছে। নিহত দুই ভারতীয় নাগরিকের মৃতদেহ হস্তান্তর করতেও বলেছে ভারত।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রুশ সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ঘটনা ঘটছে না। এ দিকে, যে দুই ভারতীয় নাগরিক যুদ্ধে নিহত হয়েছেন, তাদের নাম এখনও প্রকাশ্যে আসেনি। ভারতীয় নাগরিকদেরও এ ব্যাপারে সতর্ক করেছে ভারত।
রুশ সেনাতে ১০০ জন ভারতীয় নিয়োগের খবর পাওয়া গেলেও গত ফেব্রুয়ারিতে পররাষ্ট মন্ত্রণালয় জানায়, ২০ জন ভারতীয় তাদের সঙ্গে যোগাযোগ করে দেশে ফিরে আসতে চেয়েছেন। এরপরেই তাদের দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টা করা হয়।
উল্লেখ্য, এইসব ভারতীয় সেনারা মূলত রুশ-ইউক্রেন যুদ্ধে ভাড়াটে হিসেবে অংশ গ্রহন করছেন। এদের অনেকেই প্রাক্তন সেনাসদস্য।