ঢাকা | বঙ্গাব্দ

রাশিয়াকে থামাতে সৌদির দরজায় জেলেনস্কি

ধারণা করা হচ্ছে, রাশিয়াকে সামলাতেই সৌদির দ্বারস্ত হচ্ছেন জেলেনস্কি। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তির মধ্যস্থতা করেছে সৌদি আরব।
  • | ১৩ জুন, ২০২৪
রাশিয়াকে থামাতে সৌদির দরজায় জেলেনস্কি প্রিন্স সালমানের সঙ্গে জেলেনস্কি

রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ করতে মরিয়া ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মধ্যস্থতা করতে সৌদি আরবের সহায়তা চাইতে গেছেন। জেলেনস্কি বুধবার (১২ জুন) সন্ধ্যায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানা গেছে। তবে, তাদের মধ্যেকি আলাপ হয়েছে- তা উল্লেখ করা হয়নি ওই বিবৃতিতে।

জেলেনস্কি বুধবার সকালে জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে স্বাগত জানান, সৌদিতে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত আনাতোলি পেট্রেনকো এবং কিয়েভে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত মোহাম্মদ আলী জিব্রিন।

এ নিয়ে সাম্প্রতিক সময়ে সৌদি যুবরাজের সঙ্গে দুইবার বৈঠক করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। ইউক্রেনের ওপর রুশ হামলা জোরদার করায় বেশ চাপে আছেন জেলেনস্কি। ধারণা করা হচ্ছে, রাশিয়াকে সামলাতেই সৌদির দ্বারস্ত হচ্ছেন জেলেনস্কি। কারণ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বন্দিবিনিময় চুক্তির মধ্যস্থতা করেছে সৌদি আরব।

সূত্র: আনাদোলু