ঢাকা | বঙ্গাব্দ

ফুরিয়ে যাননি সাকিব

অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখাও। ডাচদের বিপক্ষে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি।
  • | ১৩ জুন, ২০২৪
ফুরিয়ে যাননি সাকিব সাকিব আল হাসান

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) সর্বশেষ আসর থেকেই ব্যাটিংয়ে অধারাবাহিক সাকিব আল হাসান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচেও রান পাননি সাকিব। আর তাতে সমালোচনাও শুনতে হয়েছে তাকে। টেস্ট ও ওয়ানডের পর টি-টোয়েন্টি অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থান হারিয়েছেন সাকিব। বিশ্বকাপের দুই ম্যাচে সাকিবের ব্যাটিং-বোলিং দেখে তো তাকে অবসরের পরামর্শ দিয়ে ফেলেছেন ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দর শেবাগ।

অবশেষে রানে ফিরেছেন অভিজ্ঞ এই ব্যাটার। পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখাও। ডাচদের বিপক্ষে ৩৮ বলে হাফ সেঞ্চুরি করেছেন তিনি। সেই সঙ্গে প্রথম বাংলাদেশি হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে দুই হাজার ৫০০ রান পূর্ণ হলো সাকিবের।

ডাচদেরে বিপক্ষে আজ ওপেনিংয়ে নামেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। তবে ইনিংসের দ্বিতীয় ওভারেই ভেঙে গেল এই জুটি। ৩ বলে ১ রান করা শান্ত আরিয়ান দত্তের বলে প্রথম স্লিপে বিক্রমজিত সিং এর হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে। তার বিদায়ে ৩ রানেই এক উইকেট হারায় বাংলাদেশ।

শান্তর মতোই বাজে সময় পার করছেন লিটন দাস। আজকের ম্যাচেও যেন শান্তকেই অনুসরণ করলেন তিনি। তিনে নেমে করেছেন ২ বলে ১ রান। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে আরিয়ানকে স্লগ সুইপ করতে গিয়ে স্কয়ার লেগে ক্যাচ দিয়েছেন তিনি।

২৩ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়েন তানজিদ হাসান তামিম ও সাকিব আল হাসান। প্রথম দুই ম্যাচে ব্যর্থ হলেও আজকের ম্যাচে ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলছেন তামিম ও সাকিব। এই ‍জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে বাংলাদেশ। অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠা এই ‍জুটিকে থামান পল ফন মিকেরেন।

পল ফন মিকেরেনের বলে ডিপ ব্যকওয়ার্ড স্কোয়ার লেগে বাস ডি লিডির হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম। আউট হওয়ার আগে করেন ২৬ বলে ৩৫ রান। তার বিদায়ে ভাঙে ৪৮ রানের জুটি।

তানজিদ তামিমের বিদায়ের পর তাওহীদ হৃদয়কে নিযে জুটি গড়েন সাকিব। তবে আগের দুই ম্যাচে সফল হলেও আজ ব্যর্থ ছিলেন তাওহীদ হৃদয়। দলীয় ৮৯ রানে ১৫ বলে মাত্র ৯ রান করে টিম প্রিঙ্গলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ৮৯ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ।

তাওহীদ হৃদয়ের বিদায়ের পর জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ। আগের দুই ম্যাচে ব্যর্থ হলেও আজ ডাচদের বিপক্ষে দুর্দান্ত খেলে ৩৮ বলেই তুলে নিলেন হাফ সেঞ্চুরি।