নিরাপত্তা বিশ্লেষক ও অরুনিমা রিসোর্ট গলফ ক্লাবের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আব্দুর রশীদ পরলোক গমন করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৭০।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা সেনানিবাসের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
গুরুতর আহতাবস্থায় তাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল।
আজ শুক্রবার (১৪ জুন) বাদ জুমা মিরপুর ডিওএইচএস কেন্দ্রীয় মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এবং সামরিক কবরস্থানে তাকে দাফন সম্পন্ন করা হবে।