মার্কিন যুক্তরাষ্ট্রের ওহাইয়োর এক নাইট ক্নাবে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ঘটনায় এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে বলে শ্চিত তরেছে কর্তৃপক্ষ। গুরুতর আহত অবস্থায় আরও দু’জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
বৃহস্পতিবার মধ্যরাতে ওই শহরের একটি নাইটক্লাবে গলি চালানোর ঘটনা ঘটে। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও পুলিশ জানতে পারেনি। ওহাইয়োর এক উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, গুলিতে ঘটনাস্থলেই এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি। আহতদের গ্রান্ট হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় এক জনের মৃত্যু হয়েছে। নিহতদের বয়স ২০ থেকে ৪০-এর মধ্যে।
কেন এই হামলার ঘটনা ঘটানো হল, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলিশের প্রাথমিক অনুমান, ব্যক্তিগত বিবাদের কারণেই এই গোলাগুলির ঘটনা ঘটেছে। আহত, নিহত এবং হামলাকারির মধ্যে কোনও সম্পর্ক রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পরেই নাইট ক্লাব ছেড়ে পালায় হামলাকারি ব্যক্তি। ওই ক্লাব এবং তার আশপাশের এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখে হামলাকারি সম্পর্কে তথ্য সংগ্রহ করার চেষ্টা করছেন তদন্তকারী কর্মকর্তারা।