আজ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সারা দেশে পালিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। এই আনন্দের দিন থেকে বাদ পড়েননি কারাবন্দিরাও। তাদের জন্য বিশেষ খাবার এবং পশু কোরবানির ব্যবস্থা করেছে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরাণীগঞ্জ) কতৃপক্ষ।
আজ (১৭ জুন) সোমবার ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ গণমাধ্যমকে বলেন, সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরের মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ঈদের জামাত এরপর কারাগারে থাকা ৮ হাজারের বেশি বন্দিদের জন্য ৯টি গরু ও ৬টি খাসি কোরবানি দেয়া হয়েছে।
নামাজ আদায় এর পরে ঐসব মাংস রান্না করে তাদের পরিবেশন করা হয়েছে। অন্য ধর্মের বন্দিদের জন্য আয়োজন করা হয় খাসির মাংস।
জেলার নাশির আহমেদ আরও বলেন, তারা ঈদের দিন সকালে কারাবন্দিরা মুড়ি ও পায়েস খেয়েছেন এবং দুপুরে খেয়েছেন পোলাও, গরুর মাংস, মুরগির ঝাল ফ্রাই ও খাসির মাংস। একইসাথে ছিল কোমল পানীয়, মিষ্টি, লেবু, শসা ও পান-সুপারি। এ ছাড়া রাতে বন্দিরা খাবেন সাদা ভাত, রুই মাছ ও ছোলার ডাল।
কারা সূত্রে জানা যায়, ঈদের দিন স্বজনরা বন্দিদের সাথে দেখা করতে পারেন। তারা বাড়িতে রান্না করা যেসব খাবার নিয়ে আসেন, বন্দিরা সেগুলো খেতে পেরেছেন।
আরও জানাযায়, ঈদের নামাজের পরই সকালের দিকে বন্দিদের নিয়ে গানের অনুষ্ঠান আয়োজন করা হয়। বিকেলের দিকে বন্দিদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের মতো দেশের সব কারাগারে থাকা বন্দিদের জন্য ঈদের দিন বিশেষ খাবারের ব্যবস্থা রাখা হয়েছে।