ইউরোয় ‘ডি’ গ্রুপ থেকে প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ফ্রান্স-অস্ট্রিয়া। অস্টিয়ার বিপক্ষে ১-০ গোলে জিতেছে ফ্রান্স। আত্মঘাতী গোলের জয়ে বড় অবদান কিলিয়ান এমবাপ্পের। জয়ের দিনে একটা দুসংবাদও সঙ্গী হয়েছে ফরাসিদের। এই ম্যাচে খেলার সময় নাক ভেঙেছে কিলিয়ান এমবাপের।
ম্যাচের ৯০তম মিনিটে হেড করতে গিয়ে অস্ট্রিয়ান ডিফেন্ডার কেভিন দানসোর সঙ্গে সংঘর্ষ হয় এমবাপের। দানসোর কাঁধের সঙ্গে নাখ লাগে এমবাপের। সঙ্গে সঙ্গে তার নাক দিয়ে ঝরঝর করে রক্ত পড়ছিল। মাঠে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসার পর এমবাপ্পেকে সাইড লাইনে নেয়া হয়।
এরপর এমবাপ্পে রেফারির (ম্যাচ অফিসিয়াল) অনুমতি ছাড়া মাঠে ঢুকেই নাক ধরে বসে পরেন। রেফারি এমবাপ্পেকে হলুদ কার্ড দেখান। ঝুঁকি না নিয়ে দেশম এমবাপ্পেকে বদলি করেন।
এরপর এমবাপ্পেকে হাসপাতালে নেওয়া হয়। পরে ফ্রান্স ফুটবল জানায়, এমবাপ্পের নাক ভেঙেছে। তবে লাগবে না অপারেশন। কিছুদিন মাস্ক পরতে হবে তাঁকে।
এমবাপ্পে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, 'মাস্ক নিয়ে কোন আইডিয়া?' সঙ্গে জুড়ে দেন মাস্কের ইমোজি।
এমবাপ্পে ইউরোতে ফ্রান্সের পরের ম্যাচেই ফিরবেন কিনা বা তকে কতদিন মাঠের বাইরে থাকতে গবে সেই বিষয়টি এখনো নিশ্চিত নয়।