ঢাকা | বঙ্গাব্দ

টি২০ বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের সূচি

নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ।
  • | ১৮ জুন, ২০২৪
টি২০ বিশ্বকাপে সুপার এইটে বাংলাদেশের সূচি সংগৃহীত

নেপালকে হারিয়ে টি২০ বিশ্বকাপের সুপার এইট নিশ্চিত করেছে বাংলাদেশ। গতকাল ঈদের দিন নেপালকে হারিয়েছে বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করে টাইগাররা।


আগামী ১৯ জুন থেকে শুরু হবে টি২০ বিশ্বকাপের সুপার এইট পর্ব। এ পর্বে গ্রুপ-১ এ বাংলাদেশের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত ও আফগানিস্তান।


সুপার এইটে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আগামী ২১ জুন অ্যান্টিগায় হবে ম্যাচটি। এরপর ২২ জুন দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে ভারতের মুখোমুখি হবে টাইগাররা। ২৫ জুন সকালে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার এইট পর্ব শেষ করবে বাংলাদেশ।


সুপার এইটে বাংলাদেশ ম্যাচের সময়সূচি 

২১ জুন : বাংলাদেশ-অস্ট্রেলিয়া, সকাল ৬টা ৩০ মিনিট, অ্যান্টিগা

২২ জুন : বাংলাদেশ-ভারত, রাত ৮টা ৩০মিনিট, অ্যান্টিগা

২৫ জুন : বাংলাদেশ-আফগানিস্তান, সকাল ৬টা ৩০ মিনিট, কিংসটাউন