টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেছে নিউজিল্যান্ড। তবে বাদ পড়া দলটির হয়ে শেষ ম্যাচে ইতিহাস গড়েছেন লোকি ফার্গুসন। নিয়মরক্ষার ম্যাচে পাপুয়া নিউগিনির বিরুদ্ধে ৪ ওভার বোলিং করে একটি রানও খরচ করেননি এই পেসার। চার মেইডেনের সঙ্গে নিয়েছেন ৩ উইকেটও।
নিউগিনির বিপক্ষে ফার্গুসনের এই বোলিং ফিগার বিশ্বকাপ আগে কখনো দেখেনি, দেখেনি কোনো টি২০ ক্রিকেট টুর্নামেন্টও। ২০২১ সালে পানামার বিরুদ্ধে কানাডার সাদ বিন জাফরও চারটি মেডেন ওভার করেছিলেন। তবে তিনি দুটি উইকেট পেয়েছিলেন। সেটাও ছাপিয়ে গিয়েছেন ফার্গুসন।
টি২০ বিশ্বকাপের ইতিহাসে এক ইনিংসে এতদিন সর্বোচ্চ দুই মেডেনের রেকর্ড ছিল তিন বোলারের। তার মধ্যে এই আসরেই বাংলাদেশের তানজিম হাসান সাকিব নেপালের বিরুদ্ধে দুটি মেডেন করেছিলেন। ২০১২ সালে শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস জিম্বাবুয়ের বিরুদ্ধে এবং ভারতের হরভজন সিংহ ইংল্যান্ডের বিরুদ্ধে দুটি করে মেইডেন করেছিলেন।