ঢাকা | বঙ্গাব্দ

গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২

  • | ১৮ জুন, ২০২৪
গাছের সঙ্গে প্রাইভেটকারের ধাক্কায় নিহত ২ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়া গাড়ি

রাজধানীতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে গাছের সঙ্গে ধাক্কা লেগে প্রাইভেটকারে থাকা দুই বন্ধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের আরও আরও তিন বন্ধু। 


জানা গেছে, গতকাল সোমবার মধ্যরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা দেয় গাড়িটি। প্রাথমিকভাবে বলা হচ্ছে, দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয় গাড়িটি। 


নিহতেরা হলেন রাসেল ও রাব্বি। আহতরা হলেন বিপ্লব, রাতুল ও সাগর। তারা সবাই বেসরকারি চাকরি ও ব্যবসার সঙ্গে যুক্ত বলে জানা গেছে।


আজ মঙ্গলবার (১৮ জুন) কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জহিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগে গাড়িটির। গাড়িটির সামনের অংশ দুমড়েমুচড়ে গেছে।


তিনি বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক রাসেল ও রাব্বিকে মৃত ঘোষণা করেন। অপর তিনজন চিকিৎসাধীন।