আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিবকে জরিমানা ও সতর্ক করেছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ অভিভাবক সংস্থা এই তরুণ পেসারকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে।
মঙ্গলবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় আইসিসি।
চলমান টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে আচরণবিধি লঙ্ঘন করেন তানজিম সাকিব। ঘটনা তানজিমের তৃতীয় ওভারে দুই উইকেট শিকারের পর। নেপালি অধিনায়ক রোহিত পাউডেলের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান তানজিম। একপর্যায়ে রোহিতকে হাত দিয়ে ধাক্কা দেন। পরে দুজনের মাঝে চলে আসেন আম্পায়ার। তানজিমের আক্রমণাত্মক ভঙ্গি ও ধাক্কা দেয়াটা খেলোয়াড়সুলভ আচরণ মনে করেননি আইসিসির ম্যাচ অফিশিয়ালরা।
পরে আচরণবিধির লেভেল-১ ও ২.১২ ধারা ভাঙায় তাকে ১ ডিমেরিট পয়েন্ট ও ১৫ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে। শাস্তি মেনে নেয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
এদিকে, শাস্তি পেলেও ওই ম্যাচে দুর্দান্ত বোলিং করেন তানজিম। ৪ ওভারে কেবল ৭ রান দিয়ে নেন ৪ উইকেট। ১০৬ রানের পুঁজি নিয়েও ২১ রানের জয়ে সুপার এইটের টিকিট কাটে বাংলাদেশ।