গোলশূন্য প্রথমার্ধের পর প্রথম গোল হজম করেছিল পর্তুগালই। তবে প্রতিপক্ষের আত্মঘাতী গোল আর ইনজুরি সময়ে কনসেকাইয়োর ম্যাজিকে জয় দিয়েই ইউরো যাত্রা শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোরা।
মঙ্গলবার (১৮ জুন) দিবাগত রাতে লাইপজিগের রেড বুল অ্যারেনায় চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়েছে পর্তুগাল।
'এফ' গ্রুপের এই ম্যাচে রোনালদোকে শুরুর একাদশে রেখেই ছক সাজান পর্তুগিজ কোচ রবার্তো মার্টিনেজ। তবে ম্যাচে গোলের দেখা পাননি আল নাসরের হয়ে গোলের নহর ছুটিয়ে চলা রোনালদো।
প্রথমার্ধ গোলশূন্য অবস্থায় শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধে পর্তুগিজদের ভড়কে দেন লুকাস প্রবো। ৬২ মিনিটে গোল করেন তিনি। পরে পর্তুগালের ম্যাচে ফেরা রবিন হ্রানাচের আত্মঘাতী গোল। আর পর্তুগালের তিন পয়েন্ট নিশ্চিত হয় বদলি হয়ে নামা ফ্রান্সিসকো কনসেকাইয়োর গোলে। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গোল করেন তিনি।
এর আগে, একই গ্রুপের ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে হারায় তুরস্ক।