ঢাকা | বঙ্গাব্দ

স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১০

এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ এর উৎস তদন্তে কাজ শুরু করেছে।
  • | ১৬ নভেম্বর, ২০২৪
স্পেনে বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ১০ জারদিনেস দে ভিলাফ্রাঙ্কা বৃদ্ধাশ্রম।

স্পেনের উত্তরাঞ্চলীয় জারাগোজা শহরের কাছে একটি বৃদ্ধাশ্রমে স্থানীয় সময় শুক্রবার ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যু হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন একজন। ভিলাফ্রাঙ্কা দে এব্রো এলাকার জারদিনেস দে ভিলাফ্রাঙ্কা নামক ওই বৃদ্ধাশ্রমে শুক্রবার ভোর ৫টার দিকে আগুন লাগে। খবর বিবিসির।


প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের সময় ওই বৃদ্ধাশ্রমে প্রায় ৮২ জন বাসিন্দা ছিলেন। বৃদ্ধাশ্রমটি মূলত তিনটি সংলগ্ন ভবন নিয়ে গঠিত। ঘটনার খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই ব্যাপক ক্ষতি হয়ে যায়। ১০ জন বৃদ্ধ বাসিন্দা ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর অসুস্থ একজনকে স্থানীয় মিগেল সারভেট হাসপাতালে ভর্তি করা হয়। উদ্ধার করা বেশ কয়েকজন বৃদ্ধর মধ্যে অনেকে ধোঁয়ায় শ্বাসপ্রশ্বাসের সমস্যার কারণে অসুস্থ হয়ে পড়েছেন। উদ্ধারকৃতদের মধ্যে অনেককে সামান্য আঘাতও পেয়েছেন। অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলে মনোবিজ্ঞানী এবং সামাজিক কর্মীদের পাঠানো হয়। তারা ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের এবং মৃতদের পরিবারের সদস্যদের মানসিক সহায়তা দিয়েছেন।


এদিকে এই অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি। তবে স্থানীয় প্রশাসন এবং দমকল বিভাগ এর উৎস তদন্তে কাজ শুরু করেছে। একটি প্রাথমিক তদন্ত প্রতিবেদন শিগগিরই প্রকাশিত হবে বলে জানা গেছে। এই মর্মান্তিক ঘটনায় পুরো স্পেনে শোকের ছায়া নেমে এসেছে। কর্তৃপক্ষ অগ্নিকাণ্ডের কারণ এবং ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে।