চলতি টি২০ বিশ্বকাপের সুপার এইটে উঠতে বেশ বেগই পোহাতে হয়েছে ইংল্যান্ডকে। একটা সময় গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিল জস বাটলারের দল। সেই ইংল্যান্ডই সুপার এইটের প্রথম ম্যাচে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে রীতিমতো উড়িয়ে দিলো।
আজ বৃহস্পতিবার (২০ জুন) সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে উইন্ডিজদের ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড।
সুপার এইটের গ্রুপ 'বি'র ম্যাচে টসে জিতে ক্যারিবিয়ানদের আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। নিকোলাস পুরান, রভমান পাওয়েলের ৩৬ এবং জনসন চার্লসের ৩৮ আর শেষদিকে শেরফান রাদারফোর্ডের ২৮ রানে ৪ উইকেট হারিয়ে ১৮০ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ইংল্যান্ডের হয়ে একটি করে উইকেট নেন জফরা আর্চার, আদিল রশিদ, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন।
রান তাড়ায় নেমে ফিলিপ সল্ট একাই হারিয়ে দেন উইন্ডিজদের। তিনি অপরাজিত থাকেন ৪৭ বলে ৮৭ রান করে। ২৬ বলে ৪৮ রান করেন জনি বেয়ারস্টো। আন্দ্রে রাসেল ও রস্টন চেজ একটি করে উইকেট নেন ইংলিশদের।