এবারের কোপা আমেরিকায় কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু করবে মেসির দল। আটলান্টায় ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শুক্রবার (২১ জুন) ভোর ৬টায়। এই জমজমাট টুর্নামেন্টে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত বর্তমান চ্যাম্পিয়নরা।
অন্যদিকে আলবিসেলেস্তাদের চ্যালেঞ্জ জানাতে সব ধরনের প্রস্তুতি সেরে নিয়েছে কানাডা ফুটবল দল। তারা লিওনেল মেসিকে নিয়ে আলাদা পরিকল্পনায় মাঠে নামবে কানাডিয়ানরা।
২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা ঘরে নেওয়ার পর ভক্তদের ভালোবাসায় প্রতিনিয়ত সিক্ত হচ্ছেন আর্জেন্টাইন ফুটবলের সুপারস্টার লিওনেল মেসি। এবার কোপা আমেরিকার মিশন শুরুর আগেই আবারও চারিদিকে লিওনেল মেসির জয়জয়কার। বিশ্বকাপ শিরোপা নিজেদের ঘরে এনে দেয়ায় গোটা স্টেডিয়াম ধন্যবাদ জানিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের বিদায় জানান আর্জেন্টাইন সমর্থকরা।
গত আসরে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলকে উরিয়ে কোপা আমেরিকার ১৫তম শিরোপা ঘরে তুলেছিল স্ক্যালনীর শিষ্যরা। এবারও সেই শিরোপা ধরে রাখতে কানাডার বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মিশন শুরু করবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। লিওনেল স্ক্যালোনির অধীনে বিগত কোপাসহ বিশ্বকাপ মিশন হার দিয়েই শুরু হলেও এবারের আসরটা জয় দিয়েই রাঙ্গাতে চাইবে আলবিসেলেস্তারা।
১ম ম্যাচে জয় তুলে নিতে কানাডার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনেই দল সাজাতে পারেন মাস্টার মাইন্ড। আক্রমণ ভাগে মেসির সাথে দেখা যেতে পারে আলভারেজ ও গোনসালোকে। এবং মধ্য মাঠ সামলানোর দায়িত্বে থাকবেন দিবেন ডি পল, প্যারাডেস ও ম্যাক অ্যালিস্টার। দল এখন সেরা ফর্মে থাকলেও যেকোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আর্জেন্টিনা।
স্ক্যালোনি জানান,
আমরা প্রস্তুত, টুর্নামেন্টটা কতটা কঠিন হবে তা আমরা সবাই ভালো ভাবেই জানি। সব সময়ের মতো এবারও আমাদের সেরাটা দেয়ার চেষ্টা থাকবে। আমরা বিশ্বাস করি এই মুহূর্তে আমাদের দল সবচেয়ে ভালো ফর্মে আছে। আগের আসরের মতো এবারের আসরটাও প্রতিযোগিতাপূর্ণ হবে। তাই আমরা যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।
এবারের কোপা আমেরিকা শুরুর ১ মাস আগেই কানাডার দায়িত্ব বুঝে নেন জ্যাসি মার্শ। নতুন কোচের অধীনে নতুন মিশনে তারা। তবে শুরুতেই কঠিন পরীক্ষা দিতে হবে কানাডিয়ানদের। তাই শক্তিশালী আলবিসেলেস্তাদের চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত তারাও। তবে প্রতিপক্ষে যখন থাকে লিওনেল মেসির নাম, তখন তাকে নিয়েই বাড়তি পরিকল্পনা সাজাতে হয় প্রতিপক্ষ দলকে। তাই কোপা আমেরিকার ১ম ম্যাচেও আর্জেন্টাইন সুপার স্টারকে নিয়ে আলাদা পরিকল্পনা কানাডা কোচের।
জ্যাসি মার্শ বলেন,
আর্জেন্টিনার প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। অবশ্যই তাদের শক্তিমত্তার ধারণা রয়েছে আমাদের। আমরা পরিকল্পনা অনুযায়ী যথেষ্ট প্রস্তুতি নিয়েছি। আমাদের খেলোয়াড়রা তাদের সম্পর্কে ধারণা রাখে। সেই অনুযায়ী দল হিসেবে আমাদের খেলার ধরন, কৌশল ও ম্যাচ পরিকল্পনা কেমন হওয়া উচিত তা নিয়ে কাজ করে যাচ্ছি। মেসিকে নিয়ে আমরা সতর্ক থাকব। তাকে অস্বস্তিতে রাখতে আমরা তাকে সুযোগ তৈরি করতে দিব না।
এবারের কোপায় দক্ষিণ আমেরিকার ১০ দলসহ মোট ১৬ দল নিয়ে ২য় বারের মতো যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হচ্ছে আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াই।