রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে এক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করে শাহবাহ থানা পুলিশ। গ্রেপ্তারের নাম রিপা আক্তার। তার গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফল থানার বউলতলী গ্রামে।
এ বিষয়ে ডিএমপির শাহবাগ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো. মোস্তাজিরুর রহমান বলেন, ওই নারী হাসপাতালের ২১২ নং ওয়ার্ডের গাইনি বিভাগে সন্দেহজনকভাবে অ্যাপ্রোন পরা অবস্থায় ঘোরাফেরা করছিলেন। এ সময় হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা নারী আনসার সদস্যরা তাকে সন্দেহ করে এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডাক্তার মো. খালেকুজ্জামান রুমে নিয়ে যায়। তাকে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তিনি স্বীকার করেন তিনি ডাক্তার নন। পরবর্তীতে আনসার সদস্যদের সহায়তায় থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।
গ্রেপ্তার নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা করা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।