এবারের ঈদে একসঙ্গে মুক্তি পেয়েছে পাঁচটি সিনেমা। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় তুফান, আর সবচেয়ে বেশি সমালোচনা রিভেঞ্জকে ঘিরে। দর্শক চাহিদা পূরণ করে সুপারস্টার শাকিব খানকে নেভার বিফোর অবতারে প্রেজেন্ট করে রায়হান রাফি যেখানে তুফান নামক এক প্রলয়ের জন্ম দিয়েছেন, সেখানে ইকবাল পড়ে আছেন সেই অতীতেই। বাজে নির্মাণের কারণে দর্শকই পাচ্ছে না সিনেমাটি। এমতাবস্থায় সিনেপ্লেক্স থেকে নামিয়েই দেওয়া হলো রিভেঞ্জ।
গত রোজার ঈদে মোহাম্মদ ইকবাল পরিচালিত ডেডবডি সিনেমা নিয়ে কম বিতর্ক হয়নি। সেটিও দর্শকরা রিজেক্ট করে দেওয়ায় মুক্তির চতুর্থ দিনে নামিয়ে দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এবার পঞ্চম দিনে নেমে গেল রিভেঞ্জ!
অথচ এই সিনেমা নিয়ে বরাবরের মতোই বড়াই করছিলেন প্রযোজক ও পরিচালক মো. ইকবাল। এমনকি বিগ বাজেটের তুফানকে দিয়েছিলেন হুমকি। বলেছিলেন, দুইদিন পর্যন্ত কোনো কিছুই কাউন্ট করবেন না তিনি, তৃতীয় দিন থেকে হবে হিসাব। তিনি মূলত বোঝাতে চেয়েছেন, বড় স্টারকাস্টের কারণে তুফান চলবে মোটে দুইদিন। এরপর গল্পের কারণে চলবে তার রিভেঞ্জ!
কিন্তু বরাবরের মতোই তার সেই বক্তব্যে ধোপে টিকলো না। সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি ও মিরপুরের সনি স্কয়ার শাখায় চলছিল রিভেঞ্জ। তবে দর্শক চাহিদা শূন্যের কোঠায় থাকায় সিনেমাটি নামিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন, সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ।
রিভেঞ্জ নামলেও শো বেড়েই চলেছে তুফানের। শুরুতে স্টার সিনেপ্লেক্সে ২১টি শো পেলেও সেটি বাড়তে বাড়তে এখন এসে দাঁড়িয়েছে ৫৮তে! যা সিনেপ্লেক্স ইতিহাসে এযাবতকালের সর্বোচ্চ। এছাড়া আয়েও রেকর্ড গড়েই চলেছে তুফান। সংখ্যাটা এখনও জানা না গেলেও মুক্তির প্রথম চারদিনে আগের সব রেকর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছে শাকিব খানের এই সিনেমা।