ব্রিটেনে নির্বাচনের বাকি মাত্র ১৫ দিন। তার আগেই জুয়ার অভিযোগে বিদ্ধ ঋষি সুনাকের দল। ইতিমধ্যেই জুয়ার সঙ্গে যুক্ত থাকার কারণে গ্রেফতার হয়েছেন এক নিরাপত্তা কর্মকর্তা। বেশ কয়েকজন কনজারভেটিভ প্রার্থীর উপরেও নজর রয়েছে ব্রিটিশ পুলিশের।
জানা গেছে, ব্রিটেনে নির্বাচন কবে হবে সেই নিয়ে জুয়া খেলতেন অভিযুক্তরা। সেই অভিযোগেই গ্রেফতার হয়েছেন কর্মকর্তারা। কনজারভেটিভ পার্টির প্রার্থী ক্রেগ উইলিয়ামস এবং লরা সন্ডার্সের উপরেও একই কারণে নজরদারি চালাচ্ছে মেট্রোপলিটান পুলিশ। ঠিক কোন সময়ে হতে পারে ব্রিটেনের সাধারণ নির্বাচন, সেই দিনক্ষণ আন্দাজ করেই রমরমিয়ে চলেছে এই জুয়ার আসর, তাও খোদ প্রধানমন্ত্রীর পার্টির অভ্যন্তরেই।
কনজারভেটিভ পার্টির এহেন টালমাটাল পরিস্থিতিতে পদত্যাগ করেছেন দলের নির্বাচনী প্রচার আধিকারিক টোনি লি। কারণ জুয়ায় জড়িত থাকার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধেও। এছাড়াও টোনির আরেকটা পরিচয় হল, তিনি কনজারভেটিভ প্রার্থী লরার স্বামী। নির্বাচনের ঠিক আগে দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে জুয়ার অভিযোগ ওঠায় যথেষ্ট ব্যাকফুটে ঋষি সুনাকের দল। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্রিটেনের গ্যাম্বলিং কমিশন।
কমিশনের তদন্ত নিয়ে কনজারভেটিভ পার্টির তরফে জানানো হয়, হাতেগোনা কয়েকজন নেতার বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে। বিস্তারিত কিছু বলা হয়নি দলের পক্ষ থেকে। তবে সুনাকের দলের সমালোচনায় মুখর বিরোধীরা। উল্লেখ্য, সকলকে চমকে দিয়ে নির্ধারিত সময়ের অন্তত ৬ মাস আগেই নির্বাচন ঘোষণা করেন সুনাক। তার অনেক আগে থেকেই নির্বাচনের দিন নিয়ে জুয়া শুরু হয় কনজারভেটিভ পার্টির অভ্যন্তরে। ফলে প্রশ্ন উঠছে, তাহলে কি তড়িঘড়ি নির্বাচন ঘোষণার নেপথ্যে জুয়াড়িদের হাত রয়েছে?