ঢাকা | বঙ্গাব্দ

আজ হাসিনা-মোদির বৈঠক

চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
  • | ২২ জুন, ২০২৪
আজ হাসিনা-মোদির বৈঠক দিল্লিতে হাসিনা-মোদির বৈঠক আজ

চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারত সফরে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাসের শুরুতে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দেন শেখ হাসিনা। এবার তার দিল্লি সফর দ্বিপক্ষীয় সফর হিসেবে।


আজ শনিবার প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানাবেন নরেন্দ্র মোদি। পরে মোদির সঙ্গে একান্ত বৈঠক করবেন শেখ হাসিনা। এরপর হায়দরাবাদ হাউজে যাবেন তিনি। এসময় উভয় দেশের প্রধানমন্ত্রী সমঝোতা স্মারক ও চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করবেন। এরপর দুই প্রধানমন্ত্রী তাদের বিবৃতি দেবেন।


এরপর বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সচিবালয়ে ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন। এই সফরে দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী। পরে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নয়াদিল্লি ত্যাগ করবেন। রাত ৯টায় তিনি ঢাকায় অবতরণ করবেন বলে আশা করা হচ্ছে।


উল্লেখ্য, সবশেষ ২০২১ সালের সেপ্টেম্বরে শেখ হাসিনা দিল্লিতে শেষ দ্বিপক্ষীয় সফর করেন।