ঢাকা | বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি, নিহত ৩

বন্দুকধারীর নাম ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তিনজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশের গুলিতে সেও আহত হয়েছে।
  • | ২২ জুন, ২০২৪
যুক্তরাষ্ট্রে সুপারমার্কেটে এলোপাথাড়ি গুলি, নিহত ৩ ঘটনায় পুলিশসহ ১১জন আহত হয়েছেন

যুক্তরাষ্ট্রের মিসিসিপ নদীর কোল ঘেষা আরকানসাস রাজ্যে এক বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে তিনজন নিহত এবং অন্তত ১১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন পুলিশ সদস্য রয়েছে। বন্দুকধারীও পুলিশের পাল্টা গুলিতে আহত হয়েছে।

শুক্রবার (২১ জুন) রাজ্যের রাজধানী লিটল রক থেকে ৭০ কিলোমিটার দূরে অবস্থিত ৩ হাজার ২০০ মানুষের শহর ফার্ডিসের মাড বাটচার সুপারশপে এ হামলার ঘটনা ঘটে। আরকানসাস রাজ্য পুলিশ পরিচালক মাইক হাগার বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে।

মাইক বলেন, দুর্ভাগ্যবশত ১১ জন নিরীহ মানুষ গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে দুইজন পুলিশের সদস্য রয়েছে। তবে আহতদের অবস্থা তেমন গুরুতর নয়। এছাড়া গুলিতে আরও তিনজন নিহত হয়েছে। পুলিশের গুলিকে বন্দুকধারী আহত হয়েছে, তাকে আদালতে নেয়া হয়েছে। তবে কী কারণে এ গোলাগুলির ঘটনা ঘটেছে সে সম্পর্কে মাইক কিছু জানায়নি। আহতদের কয়েকজনের চিকিৎসা চলছে হাসপাতালে।

সংবাদ সংস্থা এপি জানায়, শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে এগারোটা নাগাদ রোজকার মতো সুপারশপে ভিড় করেন বহু মানুষ। সকলেই ব্যস্ত ছিলেন কেনাকাটায়। হঠাৎই সেখানে বন্দুক নিয়ে ঢুকে পড়ে ওই বন্দুকধারী। সামনে যাকে পায় লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গুলির আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন বেশ কয়েকজন। এর মাঝেই খবর দেওয়া হয় স্থানীয় পুলিশে।

খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় আরকানসাস পুলিশ। বন্দুকধারীর সঙ্গে গুলি বিনিময় হয় তাদের। পুলিশের গুলিতে আহত হয় সে। তার পর আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

মাইক আরও জানান, ওই বন্দুকধারীর নাম ট্র্যাভিস ইউজিন। তাকে ইতিমধ্যে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে তিনজনকে হত্যার অভিযোগ আনা হয়েছে। পুলিশের গুলিতে সেও আহত হয়েছে। তবে তার আঘাত গুরুতর নয়। তিনি বলেন, আহত পুলিশ সদস্য এবং বন্দুকধারী বেঁচে যাবেন বলে ধারণা করা হচ্ছে।