ঢাকা | বঙ্গাব্দ

ইউরোতে পর্তুগাল-বেলজিয়ামের বড় জয়

ইউরোর প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল বেলজিয়াম, হেরেছিল স্লোভাকিয়ার কাছে। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠেছে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে রেড ডেভিলসরা। জয় পেয়েছে পর্তুগালও।
  • | ২৩ জুন, ২০২৪
ইউরোতে পর্তুগাল-বেলজিয়ামের বড় জয় ইউরোতে পর্তুগাল-বেলজিয়ামের বড় জয়

ইউরোর প্রথম ম্যাচে হোঁচট খেয়েছিল বেলজিয়াম, হেরেছিল স্লোভাকিয়ার কাছে। সেই হারের ধাক্কা কাটিয়ে উঠেছে দলটি। নিজেদের দ্বিতীয় ম্যাচে রোমানিয়াকে হারিয়েছে রেড ডেভিলসরা। জয় পেয়েছে পর্তুগালও। তুরস্ককে উড়িয়ে দিয়ে আসরে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। 


শনিবার (২২ জুন) কলোনি স্টেডিয়ামে রোমানিয়াকে ২-০ গোলে হারিয়েছে বেলজিয়াম। অপরদিকে, সিগনাল ইদুনা পার্কে তুরস্কের বিপক্ষে ৩-০ গোলের জয়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে পর্তুগাল।


বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে পর্তুগাল ২১ মিনিটেই এগিয়ে যায় বার্নার্দো সিলভার গোলে। ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয় তুর্কি ডিফেন্ডার সামেত আকায়দিন আত্মঘাতী গোল করলে। পর্তুগিজরা জয়সূচক গোলটি পায় ম্যাচের ৫৫ মিনিটে। এবার স্কোরশিটে নাম তোলেন ব্রুনো ফার্নান্দেজ। 


এদিকে, রোমানিয়ার বিপক্ষে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বেলজিয়াম। রোমেলু লুকাকুর সহায়তায় গোল করেন ইয়েরি তিয়েলসমান। পরে ৭৯তম মিনিটে কেভিন ডি ব্রুইনা স্কোরশিটে নাম তুললে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে দলটি।