ঢাকা | বঙ্গাব্দ

এনবিআরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই মতিউরকে

ছাগলকাণ্ডে ঝড় ওঠা সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে।
  • | ২৩ জুন, ২০২৪
এনবিআরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো সেই মতিউরকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমান

ছাগলকাণ্ডে ঝড় ওঠা সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সদস্য মতিউর রহমানকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হয়েছে। ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালের সভাপতি পদ থেকে সরিয়ে তাকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত করা করেছে। 


আজ রোববার (২৩ জুন) দুপুরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ।


এর আগে মতিউর রহমানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এরপরই তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়া হলো। এসব তথ্য নিশ্চিত করেছেন এনবিআর কর্মকর্তারা। 


পাশাপাশি সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে বাদ পড়তে যাচ্ছেন মতিউর রহমান। এরই মধ্যে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ মৌখিকভাবে বিষয়টি মতিউর রহমানকে জানিয়েছে। সোনালী ব্যাংক সিইও আফজাল করিম এ তথ্য নিশিত করেছেন। 


এদিকে ঈদের ছুটির পর এখনো কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান।  সকালে ভ্যাট ও কাস্টমস আপিলাত ট্রাইব্যুনালে তাকে পাওয়া যায়নি। কর্মচারীরা জানান, ঈদের ছুটির পর কর্মস্থলে যোগ দেননি মতিউর রহমান।