বাংলাদেশে হিন্দু এবং সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে বলে ভারতীয় গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে, তাতে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে মোদি ওই উদ্বেগ করছেন। খবর এনডিটিভির।
একই সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশা প্রকাশ করেছেন মোদি। তিনি বলেন, আমাদের আশা বাংলাদেশের পরিস্থিতি খুব শিগগিরই স্বাভাবিক হবে। ভারত চাচ্ছে, বাংলাদেশ হিন্দু এবং সংখ্যালঘুদের সুরক্ষার দিকটি নিশ্চিত করুক।
আজ ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। ১৯৪৭ সালের এই দিনে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের কবল থেকে স্বাধীন হয় ভারত। এ উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে দেশটির রাজধানী দিল্লির ঐতিহাসিক লালকেল্লা ময়দানে স্বাধীনতা দিবসের ভাষণ দেন নরেন্দ্র মোদি। সেই ভাষণে তিনি বলেন, ১৪০ কোটি ভারতীয় আজ বাংলাদেশের হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন।
মোদি বলেন, ভারত সবসময়ই বাংলাদেশের উন্নয়নের শুভাকাঙ্ক্ষী। আমরা আশা করছি বাংলাদেশে শিগগিরই স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। ভারত চায় বাংলাদেশের সব হিন্দু ও অন্য সংখ্যালঘু অমুসলিম নাগরিকদের নিরাপত্তা যেন নিশ্চিত হয়। বস্তুত ৫ আগস্টের পর এই প্রথম বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী।