৭৪ শতাংশ বল দখল আর গোলের জন্য ১৯টি শট - কোস্টারিকার বিপক্ষে ব্রাজিল মাঠের খেলায় কতটা দাপট দেখিয়েছে, এই এক সমীকরণই তা সব বলে দেয়। কিন্তু এমন দাপটের পরেও জেতা হয়নি ব্রাজিলের। অবিশ্বাস্য হলেও সত্যি, কোস্টারিকা রুখে দিয়েছে ব্রাজিলকে।
আজ মঙ্গলবার (২৫ জুন) সোফি স্টেডিয়ামে গোলশূন্য ড্র হয়েছে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ।
পয়েন্ট খোয়ালেও এ ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স দেখে আশাবাদী হতেই পারেন সেলেসাও ভক্তরা। পুরো ম্যাচে ছড়ি ঘোরানো ছাড়াও ভিনিসিয়ুসরা উপহার দিয়েছে সুন্দর ফুটবল। শুধু গোলটাই পায়নি এই যা। এছাড়া ভাগ্যও ছিল না ব্রাজিলের পক্ষে। পোস্ট, ভিএআর আর অফসাইডের ফাঁদে আটকে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি তারা। ৩০ মিনিটে তো কোস্টারিকার জালে বল পাঠিয়েছিলেন মার্কিনিওস। রাফিনিয়ার ফ্রি-কিক থেকে দুর্দান্ত এক ফ্লিকে রদ্রিগো বক্সের মধ্যে বল দেন মার্কিনিওসকে। তিনি বল জালে পাঠালেও ভিএআরের সাহায্য নিয়ে সেটা বাতিল করেন রেফারি। দেন অফসাইডের সিদ্ধান্ত।
এরপরও চেষ্টা কমেনি ব্রাজিলের। তবে লুকাস পাকেতার নেওয়া শট পোস্টে লেগে ফেরার পর রদ্রিগো গোজ একবার গোলকিপারকে কাটিয়েও বল পোস্টে রাখতে পারেননি। ফলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় তাদের,
এদিকে, ‘ডি’ গ্রুপে দিনের আরেক ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কলম্বিয়া। প্যারাগুয়েকে ২-১ গোলে হারিয়েছে হামেস রদ্রিগেজরা। গোল করেছেন দানিয়েল মুনোজ এবং জেফেরসন লেরমা। এই জয়ে ১ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে কলম্বিয়া। একটি করে পয়েন্ট নিয়ে ব্রাজিল দ্বিতীয় ও কোস্টারিকা আছে তৃতীয় স্থানে। কোনো পয়েন্ট না পাওয়া প্যারাগুয়ে আছে চার নম্বরে।