ঢাকা | বঙ্গাব্দ

ফরাশগঞ্জের জালে তহুরাদের ‘হাফ ডজন’

দ্বিতীয় ম্যাচে এসেই নিজেদের রুদ্রমূর্তি দেখালেন তহুরা-আকলিমারা।
  • | ০১ মে, ২০২৪
ফরাশগঞ্জের জালে তহুরাদের ‘হাফ ডজন’ আজ কমলাপুরে

নারী ফুটবল লিগের শুরুতেই হোঁচট খায় আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। শক্তিশালী দল করেও হেরে যায় নবাগত বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। তবে দ্বিতীয় ম্যাচে এসেই নিজেদের রুদ্রমূর্তি দেখালেন তহুরা-আকলিমারা।


আজ বুধবার (১ মে) কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোহাম্মদ মোস্তাফা কামাল স্টেডিয়ামে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবকে।


দলের জয়ে জোড়া গোল করেছেন তহুরা খাতুন, সুরভী আকন্দ প্রীতি। একটি করে গোল করেছেন আফঈদা খন্দকার ও হালিমা আক্তার। ফরাশগঞ্জের এটি দ্বিতীয় ম্যাচে প্রথম হার। উদ্বোধনী দিনে তারা ৩-০ গোলে জিতেছিল উত্তরা ফুটবল ক্লাবের বিপক্ষে।


এর আগে, দিনের প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ১-০ গোলে হারিয়েছে ঢাকা রেঞ্জার্সকে। একমাত্র গোলটি করেছেন জোৎসনা ৮২ মিনিটে। প্রথম ম্যাচে উত্তরা ফুটবল ক্লাব ৩-০ গোলে হেরেছিল ফরাশগঞ্জের কাছে এবং ঢাকা রেঞ্জার্স ১-১ গোলে ড্র করেছিল সিরাজ স্মৃতি সংসদের বিপক্ষে।