ঢাকা | বঙ্গাব্দ

চাঁদের দক্ষিণ মেরুর মাটি নিয়ে ফিরেছে চীনা নভোযান

৩ মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংই-৬ চাঁদের উদ্দেশে যাত্রা করে। এর ঠিক এক মাস পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নভোযানটি।
  • | ২৫ জুন, ২০২৪
চাঁদের দক্ষিণ মেরুর মাটি নিয়ে ফিরেছে চীনা নভোযান চীনের নভোযান চ্যাংই-৬

চাঁদের দূরবর্তী অংশ তথা চাঁদের দক্ষিণ মেরু থেকে মাটিসহ কিছু নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে চীনের নভোযান চ্যাংই-৬। স্থানীয় সময় আজ মঙ্গলবার (২৫ জুন) বেলা ২টা ৭ মিনিটে নভোযানটি পৃথিবীতে ফিরে আসে।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানায়, চাঁদের দূরতম অঞ্চল দক্ষিণ মেরু থেকে নমুনা নিয়ে পৃথিবীতে ফিরেছে তাদের চন্দ্রযান। প্রায় দুই মাস দীর্ঘ ঝুঁকিপূর্ণ অভিযানের পর মঙ্গোলিয়া মরুভূমিতে ওই নভোযান অবতরণ করেছে। এর আগে চীনের মহাকাশ বিষয়ক সংস্থা আজ এক বিবৃতিতে জানায়, মূল্যবান উপহার নিয়ে ২৫ জুন পৃথিবীতে ফিরে এসেছে চ্যাংই–৬। বিজ্ঞানীরা অধীর আগ্রহে চ্যাংই-৬–এর জন্য অপেক্ষা করছিলেন। কারণ, এটির সংগ্রহ করা নমুনা কীভাবে গ্রহগুলো গঠিত হয় সেই সম্পর্কে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, চাঁদের দূরবর্তী অংশ তথা দক্ষিণ মেরুতে অবতরণ করা চীনই পৃথিবীর একমাত্র দেশ। ২০১৯ সালে দেশটি প্রথমবারের মতো এই সফলতা অর্জন করেছিল। দূরত্ব এবং বড় বড় গর্তের জন্য চাঁদের দক্ষিণ মেরুর অংশটিতে পৌঁছানো প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। বিজ্ঞানীরা আশা করছেন, সেখানে বরফের চিহ্ন অস্তিত্ব থাকতে পারে।

৩ মে চীনের হাইনান প্রদেশ থেকে চ্যাংই-৬ চাঁদের উদ্দেশে যাত্রা করে। এর ঠিক এক মাস পর চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে নভোযানটি। বিজ্ঞানীদের আশা করছেন, চাঁদ থেকে সংগ্রহ করা নমুনা নতুন খনিজের সন্ধান দিতে পারে। এমনকি এর সাহায্যে চাঁদের ভূতাত্ত্বিক প্রকৃত বয়সও জানা যেতে পারে।