ঢাকা | বঙ্গাব্দ

মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন ফারিণ-মেহজাবিন

বুধবার (২৬ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি একসঙ্গেই গ্যালারিতে বসে উপভোগ করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং মেহজাবিন চৌধুরী।
  • | ২৬ জুন, ২০২৪
মাঠে বসে আর্জেন্টিনার খেলা দেখলেন ফারিণ-মেহজাবিন মেহজাবীন চৌধুরী ও তাসনিয়া ফারিণ

বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত-অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয়। সাধারণ দর্শকদের পাশাপাশি অভিনেতা-অভিনেত্রীরা রয়েছেন। এ তালিকায় বাদ যায়নি তাসনিয়া ফারিণ ও মেহজাবীন চৌধুরী।


বুধবার (২৬ জুন) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত হওয়া আর্জেন্টিনা বনাম চিলির ম্যাচটি একসঙ্গেই গ্যালারিতে বসে উপভোগ করছিলেন জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ এবং মেহজাবিন চৌধুরী। 


সেই ম্যাচেরই কয়েকটি স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন তাসনিয়া ফারিণ। সেই ম্যাচে আর্জেন্টিনার জয়কে উদযাপন করে স্কোরলাইনও পোস্ট করেছেন এই অভিনেত্রী।


আরেকটি পোস্টে ফারিণ লিখেছেন, 'নেভার আর্লি ফর মেসি' অর্থাৎ মেসির জন্য কখনই তাড়াতাড়ি নয়।


অন্যদিকে ফেসবুকে পোস্ট দিয়েছেন মেহজাবিনও। আর্জেন্টিনার জার্সি জড়িয়ে প্রিয় দলকে সাপোর্ট দিতে ভুল করেননি এই অভিনেত্রী।  


কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে ১-০ গোলে হারিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে চলে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।