ঢাকা | বঙ্গাব্দ

প্রথমদিনে ২০০ কোটির পথে প্রভাসের সিনেমা

আবারও বক্স অফিসের খাতা ওলট-পালট করতে চলে এলেন প্রভাস। ওপেনিংয়ে ভারতে যে তিনিই এখন সর্বেসর্বা।
  • | ২৭ জুন, ২০২৪
প্রথমদিনে ২০০ কোটির পথে প্রভাসের সিনেমা প্রভাস

আবারও বক্স অফিসের খাতা ওলট-পালট করতে চলে এলেন প্রভাস। ওপেনিংয়ে ভারতে যে তিনিই এখন সর্বেসর্বা। গত বছরের ক্রিসমাস ইভের আগে বলিউড বাদশাহ শাহরুখ খানের সঙ্গে ক্ল্যাশে জড়িয়েও বিস্ফোরক ওপেনিং কালেকশন দিয়েছিলেন বাহুবালি স্টার। এবার তো মাঠ পুরো ফাঁকা, ক্যারিয়ারে তাই দ্বিতীয়বারের মতো ওপেনিং ডেতে ডাবল হানড্রেড করার পথে প্রভাস। 


আজ বৃহস্পতিবার (২৭ জুন) বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে প্রভাস অভিনীত এপিক সায়েন্স ফিকশন সিনেমা কল্কি ২৮৯৮ এডি। নাগ অশ্বিন পরিচালিত এই সিনেমা প্রায় ৬০০ কোটি বাজেটে নির্মাণ করা হয়েছে। ভারতের বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে নামজাদা তারকারা থাকায় আগে থেকেই স্পটলাইটে এই সিনেমা। এরপর ট্রেলারে দেখা গেছে টেকনিক্যাল টিমের মুন্সিয়ানা। দুটি ট্রেলারেই চোখ ধাঁধানো বিএফএক্স নজর কেড়েছে সবার। ফলাফল, কল্কি নিয়ে দর্শক চাহিদা এখন তুঙ্গে। যার প্রভাস পড়েছে টিকিট বিক্রিতেও।


২০২৪ সালের প্রথম সিনেমা হিসেবে ভারতে মুক্তির আগেই ২ মিলিয়ন বা ২০ লাখের ওপর টিকিট বিক্রি হয়েছে কল্কির। অর্থাৎ, প্রি সেলস থেকেই প্রথমদিনে ডোমেস্টিকে ৫৫ কোটির ওপর আয় নিশ্চিত হয়ে গেছে সিনেমাটির।


রিপোর্টস বলছে, এখন পর্যন্ত শুধুমাত্র তেলুগু ভার্সনেই ৪০ কোটি রুপি আয় করে ফেলেছে কল্কি। এরমধ্যে এক হায়দরাবাদ সিটি থেকেই এসেছে ১৫.৮৪ কোটি রুপি। এই শহরে এতদিন সর্বোচ্চ অগ্রিম টিকিট বিক্রির রেকর্ড ছিল প্রভাসেরই সালার সিনেমার, সংখ্যাটা ১২.১১ কোটি রুপি। তবে মুক্তির একদিন আগে কল্কি ভেঙেছে সেই রেকর্ড। 


টিকিট বিক্রির এই হার থেকেই ধারণা করা হচ্ছে, ভারতে প্রথমদিনে প্রায় ১২০-৩০ কোটি রুপি আয় করতে চলেছে কল্কি। এছাড়া ওভারসিস মার্কেট থেকে আরও প্রায় ৬০ থেকে ৭০ কোটি রুপি আসার কথা। ফলে প্রথমদিনে বিশ্বব্যাপী ২০০ কোটি রুপি আয়ের সুবর্ণ সুযোগ এখন কল্কির সামনে। যদি তাই হয়, তবে বাহুবালি টু এবং আরআরআর-এর পর তৃতীয় সিনেমা হিসেবে ওপেনিংয়ে ডাবল সেঞ্চুরি করবে কল্কি। সেক্ষেত্রে একমাত্র ভারতীয় হিরো হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ডও চলে যাবে প্রভাসের দখলে।