ঢাকা | বঙ্গাব্দ

ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর হার্ট অ্যাটাক

কিছুক্ষণ আগেই জিতেছেন ৪০ লাখ ডলার, এমন খুশিতে তো আত্মহারা থাকার কথা। তবে কিসের কী! উল্টো হার্ট অ্যাটাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক ব্যক্তি।
  • | ২৮ জুন, ২০২৪
ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর হার্ট অ্যাটাক ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর হার্ট অ্যাটাক

কিছুক্ষণ আগেই জিতেছেন ৪০ লাখ ডলার, এমন খুশিতে তো আত্মহারা থাকার কথা। তবে কিসের কী! উল্টো হার্ট অ্যাটাকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক ব্যক্তি। 


এমন ঘটনা ঘটেছে সিঙ্গাপুরের মারিনা বে স্যান্ডস ক্যাসিনোয়। সেখানে ক্যাসিনো খেলায় ৪০ লাখ ডলার জেতার পর হার্ট অ্যাটাক করেন ওই ব্যক্তি।


সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তিকে অনেকে ঘিরে রেখেছেন। তাদের অনেককে আতঙ্কিত মনে হচ্ছিল। ক্যাসিনোর কর্মী ও ঘিরে থাকা মানুষদের কাছে সাহায্য চাচ্ছেন ওই ব্যক্তির সঙ্গে থাকা এক নারী।


এক্স হ্যান্ডলে গিডি_ট্রাফিক নামে এক ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ক্যাসিনোতে ৪০ লাখ ডলার জেতার পর এক ব্যক্তি অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাকে মরে যাওয়ার অবস্থা।


ক্যাসিনো ডট ওআরজির দেওয়া তথ্য অনুযায়ী, পরে ওই ব্যক্তির জ্ঞান ফেরে। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়।