ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার পদমর্যাদার দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই পদায়ন করা হয়।
পদায়ন পাওয়া কর্মকর্তারা হলেন বদলির আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ আনিসুর রহমানকে ডিএমপি থেকে প্রসিকিউশন অ্যান্ড সুপ্রিম কোর্টের দায়িত্বে এবং যুগ্ম পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) এ বি এম মাসুদ হোসেনকে ডিএমপি থেকে ট্রান্সপোর্ট শাখায় বদলি করা হয়েছে।
অবিলম্বে এ আদেশ কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।