কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম আননুন (১০) ব্র্যাক স্কুলে চতুর্থ শ্রেণির ছাত্র। তার বাবার নাম মুরকান শাহ।
আজ শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, টাকা জমানোর স্বপ্নে মাটির ব্যাংক কিনতে যাচ্ছিলেন আননুন। জিকে খালের ওপর সড়ক সেতুর কাজ চলায় পার হতে ওঠেন রেল সেতুতে, এসময় দর্শনাগামী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে শিশুটি।
স্থানীয় বাসিন্দা রিমন জানান, মিরপুরে জিকে খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ চলমান, পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ রেল ব্রিজ দিয়ে পার হয়। শিশুটিও তেমনি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা বিষয়টি নিশ্চিত করে জানান, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।