ঢাকা | বঙ্গাব্দ

খিলক্ষেতে পিকআপ উল্টে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে এক যুবক নিহত হয়েছেন।
  • | ২৮ জুন, ২০২৪
খিলক্ষেতে পিকআপ উল্টে যুবকের মৃত্যু খিলক্ষেতে পিকআপ উল্টে যুবকের মৃত্যু

রাজধানীর খিলক্ষেতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিকআপ উল্টে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম আলফাজ (২৫), তিনি পেশায় একজন ইভেন্ট ম্যানেজমেন্ট কর্মী


গতকাল বৃহস্পতিবার (২৮ জুন০ দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।


দুর্ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।


নিহত আলফাজ ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দাছিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। রাজধানীর মিরপুরে থাকতেন তিনি। 


নিহতের এক স্বজন জানান, গতরাতে দুর্ঘটনার পর প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। খবর পেয়ে আমরা সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য আলফাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যায়। এরপর সেখান থেকে মৃত্যুর খবর আসে। 


ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।