ঢাকা | বঙ্গাব্দ

৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

বান্দরবান কারাগারে আটক (কেএনএফ) এর আরও ৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।
  • | ২৯ জুন, ২০২৪
৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর আরও ৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর

বান্দরবান কারাগারে আটক (কেএনএফ) এর আরও ৩০ বন্দিকে চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়েছে।


আজ শনিবার (২৯ জুন) সকালে বান্দরবান কারাগার থেকে তাদের চট্টগ্রাম কারাগারে কঠোর নিরাপত্তায় পাঠানো হয়। বান্দরবান জেল সুপার জান্নাত উল ফরহাদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। 


তিনি জানান, বান্দরবান কারাগারে জায়গা সংকটের কারণে কারাবন্দি কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সদস্যদের চট্টগ্রাম কারাগারে স্থানান্তর করা হয়।


এরআগে গত ১১ জুন স্থান সংকুলান না হওয়ার কারনে কেএনএফের ৩০ কারাবন্দিকে চট্টগ্রাম কারাগারে পাঠানো হয়েছিল।


গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট ও ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এসব ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় চারটি, বান্দরবান সদর থানায় একটি, রোয়াংছড়ি থানায় তিনটিসহ মোট ২২টি মামলা হয়।

এসব মামলায় যৌথ বাহিনীর অভিযানে কেএনএফের ১১০ সন্দেহভাজনকে গ্রেফতারের পর আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।