ঢাকা | বঙ্গাব্দ

কমলার জয় নিয়ে আশাবাদী স্বামী এমহফ

ডগলাস এমহফ বলেন, আমরা এই নির্বাচনে জিততে চলেছি। এরপর তার দিকে তাকিয়ে বলতে চাই, প্রিয়তমা তুমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।
  • | ০৬ নভেম্বর, ২০২৪
কমলার জয় নিয়ে আশাবাদী স্বামী এমহফ কমলা হ্যারিস ও ডগলাস এমহফ।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট প্রার্থী কমলা হ্যারিসই বিজয়ী হবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তার স্বামী ডগলাস এমহফ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেলে মিশিগানের ডেট্রয়েটে ভোটারদের শুভেচ্ছা জানানোর সময় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।


ডগলাস এমহফ বলেন, আমি মনে করি আমরা এই নির্বাচনে জিততে চলেছি। আমরা মিশিগানে জিতবো। এরপর তার দিকে তাকিয়ে বলতে চাই, প্রিয়তমা তুমি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এদিকে, স্থানীয় সময় সোমবার (৪ নভেম্বর) রাতে ফিলাডেলফিয়ায় শেষ মুহূর্তের প্রচারণায় স্ত্রী কমলার সঙ্গে ছিলেন তার স্বামী ডগ এমহফ।


উল্লেখ্য, চরম উত্তেজনার এই নির্বাচনের ফলাফল পেতে দেরি হওয়ার কথা আগেই জানিয়েছেন নির্বাচন কর্মকর্তারা। এ নিয়ে মার্কিন নাগরিকদের পাশাপাশি উদ্বিগ্ন পুরো বিশ্ব।