ঢাকা | বঙ্গাব্দ

লাউতারোর জোড়া গোলে গ্রুপসেরা আর্জেন্টিনা

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা।
  • | ৩০ জুন, ২০২৪
লাউতারোর জোড়া গোলে গ্রুপসেরা আর্জেন্টিনা টানা তিন ম্যাচে ৪ গোল করেছেন লাউতারো মার্টিনেজ

প্রথম দুই ম্যাচে জিতে আগেই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে রেখেছিল আলবিসেলেস্তেরা। সামনে ছিল অপরাজিত থেকে গ্রুপপর্ব শেষ করার লক্ষ্য। চোটে পড়া লিওনেল মেসিকে ছাড়া খেলতে নেমে সেটাও পূরণ করলেন ডি মারিয়া-মার্টিনেজরা, পেরুর বিপক্ষে দুর্দান্ত জয় তুলে নিয়েছেন।


রোববার (৩০ জুন) মায়ামির হার্ডরক স্টেডিয়ামে গ্রুপপর্বের শেষ ম্যাচে পেরুর বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা। জোড়া গোলের দেখা পেয়েছেন লাউতারো মার্টিনেজ। কোপা আমেরিকার চলতি আসরে তিন ম্যাচে ৪ গোল করলেন ২৬ বছর বয়সী ফরোয়ার্ড।


শুরু থেকেই পেরুর বিপক্ষে রীতিমতো দাপট দেখিয়ে খেলেছে আর্জেন্টিনা। ৭৪ শতাংশ বল দখল রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর আকাশী নীলরা নেয় ৬ শট। পেরু বল দখলে রাখে ২৪ শতাংশ। প্রতিপক্ষের লক্ষ্য বরাবর তারা করেছে কেবল একটি শট। দুর্ভাগ্যজনকভাবে পেরুর শট আর্জেন্টিনার গোলপোস্টে লেগে ফেরতও এসেছে এই ম্যাচে।


প্রথম ২০ মিনিটের মধ্যে তিনবার কর্নার আদায় করলেও গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গেলে শেষ পর্যন্ত বল জলে জড়াতে ব্যর্থ হয় আর্জেন্টিমা। গোলশূন্য থেকে বিরতিতে যায় দুদল।


বিরতি থেকে ফিরে আক্রমণের ধার বাড়ায় আর্জেন্টিনা। ৪৭ মিনিটে ডি মারিয়ার থ্রু বল বক্সে পেয়ে চিপ শটে গোল করেন লাউতারো মার্টিনেজ।অবশ্য আর্জেন্টিনা আরও বড় ব্যবধানে জয় পেতে পারতো। ৭২ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে পারেননি লিয়ান্দ্রো পারেদেস। তার  শট ডান পোস্টে লেগে প্রতিহত হয়। গোলমুখে আর্জেন্টিনার শট হেসুস কাস্তিলোর হাতে লাগায় পেনাল্টি পেয়েছিল আর্জেন্টিনা।


৮৬ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন লাউতারো মার্তিনেজ। এবার বল পায়ে ডি বক্সে ঢুকে গোল করেন।২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়ন দলটি।


এই ম্যাচে না খেললেও কোয়ার্টার ফাইনাল থেকে খেলার কথা রয়েছে মেসির। চোট গুরুতর না হওয়ায় পুরো ফিট মেসিকে পেতে এক ম্যাচ বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নেয় আর্জেন্টিনা। চিলির বিপক্ষে ডানপায়ের ঊরুতে চোট পেয়েছিলেন ৩৭ বছর বয়সী মেসি। অন্যদিকে চিলির বিপক্ষে ম্যাচে বিরতির পর দেরিতে মাঠে ফেরার অপরাধে স্কালোনিকে এক ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। পেরুর বিপক্ষে তাই ডাগআউটে দেখা যায়নি বিশ্বজয়ী কোচকে।