দীর্ঘদিনের শিরোপা খরা কাটিয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ১৭ বছর পর জিতেছে টি২০ বিশ্বকাপ। এমন আনন্দের দিনেই আন্তর্জাতিক টি২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মা।
গতকাল ফাইনালে ৭৬ রানের ইনিংসের জন্য ম্যাচসেরার পুরস্কার পান কোহলি। এরপর ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে অবসরের ঘোষণা দেন কোহলি। রোহিত পুরস্কার বিতরণী মঞ্চে ঘোষণা না দিলেওঅফিসিয়াল সংবাদ সম্মেলনে জানিয়ে দেন বিদায়ের কথা।
পুরস্কার বিতরণী মঞ্চে বিদায় ঘোষণায় কোহলি বলেন, এটা আমার শেষ টি২০ বিশ্বকাপ ছিল। আমরা ঠিক এটাই অর্জন করতে চেয়েছিলাম। সৃষ্টিকর্তা মহান। একদিনই পারফর্ম করলাম আর এটা কাজে এলো দলের। এটাই ভারতের হয়ে আমার শেষ টি-টোয়েন্টি ম্যাচ।
পরবর্তী প্রজন্মের হাতে ব্যাটন তুলে দেওয়া নিয়ে কোহলি আরও বলেন, চেষ্টা করেছি দলে যতটা সম্ভব অবদান রাখার। শিরোপা উঁচিয়ে ধরতে চেয়েছিলেন, পরিস্থিতিকে সম্মান দেখিয়ে খেলার চেষ্টা করেছি। এখন পরের প্রজন্মকে দায়িত্ব নিতে হবে। আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে যারা দলকে সামনে এগিয়ে নিতে পারবে।
কোহলির সুর ধরে পরে রোহিত বলেন, এটাই ভারতের হয়ে আমার শেষ টি২০ ম্যাচ ছিল। এরপর আমি আর দেশের হয়ে টি২০ খেলব না। এই সিদ্ধান্ত নেওয়ার এর থেকে ভালো মুহূর্ত হতে পারে না।
বিশ্বকাপ জয়ে বিদায় টানতে পেরেও উচ্ছ্বসিত ভারত অধিনায়ক। তিনি বলেন, আমি যখন থেকেই এই ফরম্যাট খেলেছি তখন থেকেই উপভোগ করেছি। আমি বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। শেষ পর্যন্ত যে জিততে পেরেছি তার জন্য খুশি।
বিদায়ের এ ঘোষণায় ১৫৯ ম্যাচে এসে থামলো রোহিতের আন্তর্জাতিক টি২০ ক্যারিয়ার। বিদায় বেলায় ৪ হাজার ২৩১ রান জমা হয়েছে তার নামের পাশে, যা আন্তর্জাতিক টি২০ তে সর্বোচ্চ। এদিকে, ১২৫ আন্তর্জাতিক টি২০ ম্যাচে কোহলি করেছেন ৪ হাজার ১৮৮ রান।