ঢাকা | বঙ্গাব্দ

ইতালি ফাঁড়া কাটিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড

নাটকীয় ড্রয়ে শেষ মুহূর্তে ইউরোর নকআউট পর্বের টিকিট কাটে ইতালি। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশিদূর আর যাওয়া হলো না।
  • | ৩০ জুন, ২০২৪
ইতালি ফাঁড়া কাটিয়ে কোয়ার্টারে সুইজারল্যান্ড সংগৃহীত

নাটকীয় ড্রয়ে শেষ মুহূর্তে ইউরোর নকআউট পর্বের টিকিট কাটে ইতালি। তবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বেশিদূর আর যাওয়া হলো না। সুইজারল্যান্ডের কাছে হেরে শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে আজ্জুরিরা। 


শনিবার (২৯ জুন) রাতে শেষ ষোলর প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের কাছে ২-০ গোলে হেরেছে ইতালি। দীর্ঘ ৩১ বছর এই প্রথম চারবারের বিশ্ব চ্যাম্পিয়নদের হারাল সুইসরা।


বার্লিনে যোগ্য দল হিসেবেই জয় পেয়েছে সুইজারল্যান্ড। আগের ম্যাচেই শক্তিশালী ফ্রান্সকে আটকে দেওয়া সুইসরা প্রথমার্ধে লিড নেয় ৩৭ মিনিটে। রেমো ফ্রেউলারের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধ শুরুর কয়েক সেকেন্ডের মধ্যেই গোল করেন রুবেন ভারগাস। ওই গোলেই ভাগ্য লিখন হয়ে যায় ইতালির। 


সুইসদের কাছে এই হারে ২০০৪ ইউরোর পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হলো ইতালিকে।