নাইজেরিয়ায় ভয়াবহ বোমা বিস্ফোরণে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন। স্থানীয় সময় শনিবার (২৯ জুন) দেশটির উত্তর-পূর্বাঞ্চলের বোর্নো প্রদেশের পৃথক তিনটি স্থানে বিস্ফোরণের এ ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বোর্নো প্রদেশের জরুরি ব্যবস্থাপনা সংস্থার বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বোর্নো রাজ্যের গোওজা শহরে একাধিক সন্দেহভাজন আত্মঘাতী বোমা হামলাকারী একটি বিয়ের অনুষ্ঠানে, অন্ত্যেষ্টিক্রিয়ায় এবং হাসপাতালে হামলা চালালে ১৮ জন নিহত হয়। এর মধ্যে বিয়ের অনুষ্ঠানে চালানো হামলায় নিহত হয় অন্তত ছয়জন এবং বেশ কয়েকজন আহত হয়।
তবে স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এই বোমা বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন নিহত হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। এ পরিস্থিতিতে কারফিউ জারি করেছে সেনাবাহিনী।
উল্লেখ্য, নাইজেরিয়ার বোর্নো রাজ্যে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারাম ত্রাসের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৫ বছরে গোষ্ঠীটির হামলায় অন্তত ২০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে এবং ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। ২০১৪ সালে এই রাজ্যে চিবক নামের একটি শহর থেকে ২৭০ জন স্কুলছাত্রীকে অপহরণ করে বোকো হারাম।