ঢাকা | বঙ্গাব্দ

মামা পরিচয়ে প্রেমিকার বাড়িতে জাকির

নাটোরের লালপুর উপজেলার তেনাচুরা এলাকার দুবাই প্রবাসী মো. সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুনকে (২৩) হত্যার ঘটনার পর পরকীয়া প্রেমিক জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
  • | ৩০ জুন, ২০২৪
মামা পরিচয়ে প্রেমিকার বাড়িতে জাকির নিহত শিউলি খাতুন (২৩) ও পরকীয়া প্রেমিক জাকির হোসেন (৩৫)

নাটোরের লালপুর উপজেলার তেনাচুরা এলাকার দুবাই প্রবাসী মো. সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুনকে (২৩) হত্যার ঘটনার পর পরকীয়া প্রেমিক জাকির হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তার কাছ থেকে শিউলির মোবাইল ফোন, ২ জোড়া রূপার নুপুর, ১টি স্বর্ণের চেইন, ১টি স্বর্ণের নাকফুল, ২টি রূপার আংটি, ১ জোড়া কানের দুল উদ্ধার করা হয়ে।


রোববার (৩০ জুন) বিকেলে নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য গণমাধ্যমকে জানান।গ্রেপ্তারকৃত মো. জাকির হোসেন সুনামগঞ্জের গচিয়া গ্রামের মো. বিলাল মিয়ার ছেলে।


আজ রোববার দুপুরেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় জাকিরকে। গত শনিবার (২৯ জুন) সকালে লালপুর উপজেলার কামারহাটি তেনাচোরা গ্রামের নিজ বাড়ি থেকে শিউলি খাতুনের মরদেহ পুলিশ উদ্ধার করে। এ বিষয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।


পুলিশ সুপার তারিকুল ইসলাম আরও বলেন, দুবাই প্রবাসী মো. সোহানুর রহমানের স্ত্রী শিউলি খাতুন প্রায় ১ মাস আগে গাজীপুরের কোনাবাড়ীতে তার বোন সোনালী খাতুনের ভাড়া বাসায় বেড়াতে যান।


ঐখানেই জাকির হোসেনের সঙ্গে পরিচয় হয় শিউলি খাতুনের। পরবর্তীতে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে ওঠে জাকির ও শিউলির মধ্যে। তারপর গত ২৬ জুন জাকির হোসেন পরকীয়া প্রেমের সূত্র ধরে গাজীপুর থেকে লালপুরে শিউলির বাড়িতে মামা পরিচয়ে বেড়াতে আসেন। প্রতিবেশীরা জিজ্ঞাসা করলে মামা হিসেবে পরিচয় করিয়ে দেন তিনি।


পুলিশ সুপার জানান, গত ২৯ জুন ভোরে শিউলির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা কাটাকাটি ও মনোমালিন্য হয় প্রেমিক জাকিরের। একপর্যায়ে জাকির শিউলির গলায় ওড়না পেঁচিয়ে ও বালিশ চাপা দিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে পালিয়ে যায় জাকির। পরে নিহত শিউলির ভাই মো. রফিকুল ইসলাম (৩৪) লালপুর থানায় হত্যা মামলা করেন।


তারপর পুলিশ আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালায়। এক পর্যায়ে (২৯ জুন) রাত সাড়ে ১০টার দিকে এলাকাবাসীর সহযোগিতায় বাগাতিপাড়া উপজেলার মাড়িয়া এলাকা থেকে জাকিরকে গ্রেপ্তার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জাকির হত্যার বিষয়টি স্বীকার করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।