বারবাডোজে চোকার্সখ্যাত দক্ষিণ আফ্রিকাকে টি-টুয়েন্টি বিশ্বকাপে ৭ রানে হারিয়েছে ভারত। রোহিতরা বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট মাথায় পরার পর হিল্টন হোটেলে তাদের আনন্দের মধ্যেই দুঃসংবাদ নিয়ে এল ঘূর্ণিঝড় বেরিল।
এদিকে রানারআপ দক্ষিণ আফ্রিকা ঘূর্ণিঝড় বেরিল শুরু হওয়ার আগেই ওয়েস্ট ইন্ডিজ ছেড়েগেছেন। তবে আটকা পড়ে যায় রোহিত বাহিনী। একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তাদেরও দেশের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল। ঘূর্ণিঝড় বেরিল স্থানীয় সময় রোববার (৩০ জুন) রাতে বারবাডোজের ওপর দিয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। সেই কারনে বিকেলে বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়।
ক্রিকইনফোর এক প্রতিবেদনে ঝড়টির বর্তমান অবস্থান নিয়ে জানানো হয় বারবাডোজের দক্ষিণ উপকূল থেকে ৮০ মাইল দূরে অবস্থান করছে।
বারবাডোজে রোহিত দের সাথে আরোও রয়েছেন দলের স্টাফ পাশাপাশি আছেন বোর্ড সচিব জয় শাহও।
গণমাধ্যমকে তিনি জানান, আপনাদের মতো আমরাও আটকা পড়েছি। দেশে ফেরার বিষয়ে পরিষ্কার হতে পারলেই আমরা অভিনন্দন (চ্যাম্পিয়নদের) জানানোর ব্যাপারটি নিয়ে চিন্তা করব।