অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় থেকে সামান্য দূরত্বে অবস্থান করছিল রিয়াল মাদ্রিদ। তবে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জালে বল পাঠিয়ে রিয়ালের জয় রুখে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। ফলে শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয় কার্লো আনচেলত্তির দলকে।
রোববার রাতে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে লস ব্লাঙ্কোসরা। পুরো ম্যাচজুড়েই আক্রমণ-পাল্টা আক্রমণ থাকলেও গোলের দেখা মেলেনি প্রথমার্ধে। বিরতির পর এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। আর শেষ মুহূর্তে স্বাগতিকদের হয়ে গোলটি করেছেন আনহেল কোররেয়া।
এদিকে, দ্বিতীয়ার্ধে মিলিতাওয়ের গোলের পর রিয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়াকে লক্ষ্য করে আতলেতিকোর সমর্থকদের নানা জিনিস ছুড়ে মারায় ঘটনায় খেলা বন্ধ ছিল প্রায় ২০ মিনিট। টিভি ক্যামেরায় দেখা যায়, একটি সাদা ব্যাগে করেও কিছু একটা ছুড়ে মারা হয়েছিল কোর্তোয়ার উদ্দেশ্যে। ঘোষণা আসে, ১০ মিনিটের জন্য স্থগিত করা হয়েছে খেলা।
তবে মিনিট বিশেক পর পর আবার খেলা শুরু হলেও ব্যবধান দ্বিগুণ করতে পারেনি রিয়াল। ৭৩তম মিনিটে বক্সের বাইরে থেকে ভিনিসিউসের বাঁ পায়ের জোরাল শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন ওবলাক। ৮২তম মিনিটে সুযোগ পায় আতলেতিকো। বক্সে দুজনের বাধা এড়িয়ে সামুয়েল লিনোর নেয়া শটে একহাতে ক্রসবারের ওপর দিয়ে বল পাঠান কোর্তোয়া।
ম্যাচের ৮৭তম মিনিটে ভিনিসিউসের বদলি নামানো হয় আরেক ব্রাজিলিয়ান এন্দ্রিককে। এর আগে-পরে মদ্রিচ ও রদ্রিগোকেও তুলে নেন আনচেলত্তি। ৮৯তম মিনিটে অনেকটা দূর থেকে করা এন্দ্রিকের জোরালো শট লক্ষ্যভ্রষ্ট হয়।
তবে নির্ধারিত ৯০ মিনিট শেষে আট মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রিয়ালের জালে বল পাঠায় আতলেতিকো। বাঁ দিক থেকে বক্সে পাস দেন হাভি গালান। ছুটে গিয়ে এগিয়ে আসা কোর্তোয়াকে ডজ দেন কোররেয়া। তার পেছনে লেগে ছিলেন মিলিতাও। রিয়াল ডিফেন্ডারের বাধা সামলে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড।
রেফারি শুরুতে হ্যান্ডবলের জন্য গোল দেননি। তবে ভিএআরের সাহায্যে গোলের বাঁশি বাজান তিনি। হ্যান্ডবল হয়নি, অফসাইডেও ছিলেন না কোররেয়া। আর শেষ সময়ে ফ্রান গার্সিয়াকে ফাউল করে লাল কার্ড দেখেন আতলেতিকোর মিডফিল্ডার মার্কোস ইয়োরেন্তে।
উল্লেখ্য, ৮ ম্যাচে ৫ জয় ও ৩ ড্রয়ে ১৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল। ৪টি করে জয় ও ড্রয়ে ১৬ পয়েন্ট নিয়ে তিনে আতলেতিকো। আর ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা।