ঢাকা | বঙ্গাব্দ

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার

রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১৫টি, লিপেৎস্ক অঞ্চলে ৯, ভোরোনেঝ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ৪টি করে এবং ওরিওল ও বেলগোরোদ অঞ্চলে ২টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।
  • | ০১ জুলাই, ২০২৪
ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংসের দাবি রাশিয়ার শনিবার রাতভর রাশিয়ায় ড্রোন হামলা চালায় ইউক্রেন

ইউক্রেনের ৩৬টি ড্রোন ধ্বংস করার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। শনিবার রাতভর রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ইউক্রেন এসব ড্রোন হামলা চালায়। রাশিয়ার আকাশ সুরক্ষা ব্যবস্থা ইউক্রেনের ড্রোনগুলো ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

রোববার (৩০ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামের এক পোস্টে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার কুরস্ক অঞ্চলে ১৫টি, লিপেৎস্ক অঞ্চলে ৯, ভোরোনেঝ ও ব্রিয়ানস্ক অঞ্চলে ৪টি করে এবং ওরিওল ও বেলগোরোদ অঞ্চলে ২টি করে ড্রোন ধ্বংস করা হয়েছে।

এদিকে কুরস্ক অঞ্চলের গভর্নর আলেক্সি মিরনভ বলেন, সেখানকার একটি গ্রামে সারা দিন ইউক্রেনের বাহিনী গোলা হামলা চালিয়েছে। তার আগের রাতে ড্রোন হামলায় ২ শিশুসহ গ্রামের ৫ জন নিহত হয়েছে। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ইউক্রেন বাহিনী শনিবার দিনভর সীমান্তঘেঁষা রাশিয়ার ৮টি গ্রামে হামলা চালিয়েছে। এ সময় একটি গ্রামের দুজন বাসিন্দা আহত হয়েছেন।