ঢাকা | বঙ্গাব্দ

জার্মানিতে ৩৩ বছরের মধ্যে সবচেয়ে কম বিবাহবিচ্ছেদ

২০২৩ সালে প্রায় এক লাখ ২৯ হাজার বিবাহবিচ্ছেদ হয়েছে, যা ১৯৯০ সালের পর যেকোনো বছরের তুলনায় কম ছিল। ২০২২ সালের তুলনায় সংখ্যাটি আট হাজার ৩০০ কম।
  • | ০১ জুলাই, ২০২৪
জার্মানিতে ৩৩ বছরের মধ্যে সবচেয়ে কম বিবাহবিচ্ছেদ জার্মানিতে কমেছে তালাক

জার্মানির কেন্দ্রীয় পরিসংখ্যান অফিস ডেস্টাটিস জানিয়েছে, গত ২৩ বছরের মধ্যে জার্মানিতে বিবাহবিচ্ছেদের সংখ্যা সবচেয়ে কম ছিল ২০২৩ সালে। ২০২৩ সালে প্রায় এক লাখ ২৯ হাজার বিবাহবিচ্ছেদ হয়েছে, যা ১৯৯০ সালের পর যেকোনো বছরের তুলনায় কম ছিল। ২০২২ সালের তুলনায় সংখ্যাটি আট হাজার ৩০০ কম।

২০২৩ সালে বিবাহবিচ্ছেদ হওয়া দম্পতির অর্ধেকের বেশি দম্পতির সন্তানেরা অপ্রাপ্তবয়স্ক ছিল। বিচ্ছেদ হওয়া ৪৮.৮ শতাংশ দম্পতির এক সন্তান, ৩৯.৭ দম্পতির দুই সন্তান ও ১১.৫ শতাংশ দম্পতির তিন বা তার বেশি সন্তান রয়েছে। প্রায় এক লাখ নয় হাজার ৬০০ অপ্রাপ্তবয়স্কের উপর তাদের বাবা-মার বিচ্ছেদের প্রভাব পড়েছে।

২০২৩ সালে বিচ্ছেদ হওয়া দম্পতিরা গড়ে ১৪ বছর নয় মাস বৈবাহিক সম্পর্কে ছিলেন৷ আর বিচ্ছেদ হওয়া ১৭ শতাংশ দম্পতি ২৫ বা তার বেশি সময় বৈবাহিক সম্পর্কে ছিলেন।

বিয়েও কমেছে

২০২৩ সালে জার্মানিতে তিন লাখ ৬১ হাজার বিয়ে হয়েছে, যা ১৯৫০ সালে তথ্য সংগ্রহ শুরুর পর থেকে দ্বিতীয় সর্বনিম্ন। ২০২১ সালে সবচেয়ে কম বিয়ে হয়েছে। সংখ্যাটি ছিল তিন লাখ ৫৭ হাজার ৭৮৫৷ ২০২২ সালে বিয়ের সংখ্যা ছিল তিন লাখ ৯০ হাজার ৭৪৩।