ঢাকা | বঙ্গাব্দ

হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা আহত

রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে।
  • | ০১ জুলাই, ২০২৪
হিজবুল্লাহর ড্রোন হামলায় ১৮ ইসরায়েলি সেনা আহত ইসরায়েলে হিজবুল্লাহর হামলা বেড়েই চলেছে

লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন সংগঠন হিজবুল্লাহর ড্রোন হামলায় ইসরায়েলের ১৮ সেনা আহত হয়েছেন, যার মধ্যে একজনের অবস্থা গুরুতর। রোববার (৩০ জুন) এই হামলা চালানো হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বিকেলে গ্যালিলি এবং উত্তর গোলানে একাধিক ড্রোন পাঠায় হিজবুল্লাহ। এর মধ্যে বিস্ফোরক বোঝাই একটি ড্রোন মেরোম গোলান অঞ্চলে আঘাত হানে। এতে ১৮ সেনাসদস্য আহত হয়। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সকালে লেবাননে ইসরায়েলি বাহিনীর হামলার পাল্টা জবাব দিতেই হিজবুল্লাহ এই হামলা চালিয়েছে বলে জানিয়েছে। বিস্ফোরকবোঝাই ড্রোন দিয়ে ইসরায়েলি সেনাবাহিনীর একটি অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।

ফিলিস্তিনের গাজা ইস্যু নিয়ে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চরম উত্তেজনা চলছে। দখলদার ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে গত কয়েকদিন ধরে বিস্ফোরক বোঝাই ড্রোন, ট্যাংক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র এবং রকেট ছুড়ছে গোষ্ঠীটি। এতে যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ রূপ নেবে শঙ্কায় সাতটি দেশ তাদের নাগরিকদের লেবানন ছাড়ার নির্দেশ দিয়েছে।